*******************


ভুলো মন কিছুক্ষণ কিছুটা সময়,
করে পণ সর্বক্ষণ মনে যেন রয়।
প্রায়ই সে যায় ভুলে, মনে থাকে না
চেষ্টা কৌশল কত কাজে আসে না।
চিমটি কেটে দিলেও ভুলে যায় সব,
করতে পারে না সে কিছুই অনুভব।
মনে রাখে ততক্ষণ যত প্রয়োজন,
তবে কিন্তু স্বীয় কথা স্থায়ী স্মরণ।
অন্যের উপকার কোন ভালোবাসা,
সব কিছু ভুলে গেলেও নাই নিরাশা।


সবই তার ভুলে যায় মনটাই এমন,
ভুলার মাঝেও মনে থাকে কবে নিমন্ত্রন।
ভুলো মনার ভুলের কথা বলবো কি আর,
মনে রাখতে চেষ্টা তার চলে বার বার।
ভুলো বলে ভুল নেই তার এটাই স্বভাব,
পুরাতে পারেনি তবুও তার কোন অভাব।
যত পায় তত খায় নাই কিছু তার জমা,
আনলে ধার-কর্জ তবে করে দিও ক্ষমা।


************************
১০/০৮/২০
আমতলী, বরগুনা।