নারী তুমি হলে বারি
                পাত্র নির্ভর নও,
যেথায় রাখুক যেভাবে রাখুক
                 আকারে মিলে যাও।
তোমার উপর টিকে থাকে
                 পুরুষ জাতির মান,
তুমি চাইলেও দিতে পারো
                  সবই বিসর্জন।
ফুল ফোটাও ঘর সাজাও
                 তুমি আলোর ঝর্ণা ধারা,
তোমার ভুলে এই সুন্দর ঘরনী
                  ধ্বংস-জগ্গে হয় হারা।
চাইলে তুমি গড়তে পারো
                 ভাঙতেও পারো নিমেষে,
তোমার উপর সুখ নির্ভর করে
                আবার মারতেও পারো বিষে।
বহুরূপী রূপে সাজতে পারো
               সাজাতেও পারো সংসার,
তুমি রণক্ষেত্র গড়তে পরো
               সবাই মেনে যায় হার।
তোমায় সম্মান সবার উপরে
               তুমি যে মায়ের জাতি,
তোমার উপর নির্ভর করে
              আলোকিত হয় জ্ঞাতি।
উন্নতি তে তুমি অনুন্নতিতেও তুমি
              মানবতায় তুমি সেরা,
তুমি হলে নরের অর্ধাঙ্গিনী
            সৃষ্টির সূচনায় গড়া।


০৮/০৩/২০২০ সকাল-৯ঃ৩০