আবেগ আমার বাধ মানেনা
খোঁজে একটু ঠাঁই ,
প্রেমের আবেগ সবার আগে
তারেই খোঁজে তাই ।
আবেগ আমার বড়ই অবুঝ
খোঁজে স্নেহ মায়া ,
আপনজনের মনের মাঝে
আবেগ ফেলে ছায়া ।
আবেগ আমার উদাস পাখি
ডাকে করুণ সুরে ,
যখন সবাই যায় হারিয়ে
অনন্ত পথ দূরে ।
আবেগ আমার বাঁধনহারা
নতুন কিছু পাইতে ,
পায়নি বলে ভুল করেনা
আরও কিছু চাইতে ।
আবেগ আমার ভলোবাসে
বাংলাদেশের মাটি ,
কে না জানে এ দেশ মাটি
উর্বরতায় খাটি ।
আবেগ আমার খুঁজে বেড়ায়
দোয়েল কোয়েল শ্যামা ,
মেঘলা আকাশ আলো ছায়া
হঠাৎ বৃষ্টি নামা ।
আবেগ আমার মুগ্ধ দেখে
রঙিন প্রজাপতি ,
ঝড় বাদলে কষ্ট কত
নেইকো তাতে ক্ষতি ।
আবেগ আমার সাদা ফুলের
কাশবনে খায় দোল ,
ধন ও ধানে পুষ্পে ভরা
বাংলা মায়ের কোল ।