প্রেমিক হব প্রেম করব মনের মানুষ চাই ,
খুঁজেছি তাহারে দ্বারে দ্বারে অনেকটা সংগোপনে ,
বলো সখি কোথা গেলে আমি মনের মানুষ পাই ?
ভাবি তার কথা শুধু আমি একা একা আনমনে ।


প্রথম দেখায় ভাল লাগা জীবনে ফুটিলো আলো ,
আকুল হয়ে তারই পানে মুগ্ধ চোখে চেয়ে থাকি ;
আমার আবেগি হৃদয়টা তাই তো উতলা হলো ,
সবই দিয়েছি তারে তুলে রাখিনি তো কিছু বাঁকি ।


উতলা এ মন সাড়া দেয় প্রেমময় আবাহনে ,
কথা আর ইশারায় শুধু মোর মন ভুলিয়েছে ;
তার দেয়া আদর সোহাগে শিহরন জাগে প্রাণে
ইচ্ছে করে ছলনার প্রেমে আমায় সে জড়িয়েছে


প্রেমিক হয়েছি তাই আমি ছলনায় ভুলে গেছি ,
বিরহের সব ব‍ব্যথা ভুলে তারেই ভালবেসেছি ।


( চতুর্দশপদী প্রেমের কবিতা )
শেক্সপীরিয় রীতি
পর্ব মাত্রা ১০ ও ৮