নবীজির পরে করি যাহারে সম্মান
আবুবকর সিদ্দিক তাহারই নাম ,
আল্লাহ নবীর পরে তার গুনগান
গাহিয়া হৃদয়ে তারে গাথিয়া নিলাম ।
সরল বিশ্বাসে যিনি আনিল ঈমান
নবীজির হাত ধরে নিলেন বায়াত ,
আল্লাহ সবার প্রভু , এ মাখলুকাত
তারই সৃজন , মেনে হলেন ধীমান ।


হিজরতের রাস্তায় সঙ্গী নবীজির ,
বিপদে নবীর সদা থাকেন হাজির ।
আবুবকর প্রকাশ্যে দিলেন ঘোষনা
দুনিয়ায় এল শেষ নবী মোহাম্মদ ,
উম্মত হইয়া খুঁজো আল্লার ঠিকানা
যাঁর জন্য খুলে গেল জান্নাতের পথ ।



( ইসলামের ইতহাস ও ঐতিহ্য নিয়ে ধারাবাহিক কিছু
কবিতা রচনা করতে চাই এটি তার দ্বিতীয় প্রয়াস
বলতে পারেন , প্রথমটি ছিল ঈমান )