আঁধারে আকাশ হয় বিষণ্ন বিধুর,
মিটি মিটি জ্বলে তারা ঝাপসা আলোয় ;
অমাবস্যার আঁধারে বিবর্ণ হৃদয়,
প্রিয়া মোর নেই কাছে থাকে বহু দূর ।
জীবনে আঁধার নামে তারই বিরহে ,
দুচোখে আমার ঝরে অশ্রু বারিধারা ;
আঁধার নামিলে মনে থামে গতি ধারা,
ভোরের আলোয় দেখি সে আমার নহে ।


যখন আঁধার নামে এই ধরাতলে ,
অন্ধকারে ডুবে যায় পূর্ণিমার চাঁদ ;
মনে জাগে ভয় তব বিরহ ব্যথায় ।
কোথায় হারালে প্রিয়া ভাবি এ বিরলে,
আঁধারে তে পাতা থাকে যন্ত্রণার ফাঁদ ;
ভাল লাগার মুহূর্ত আঁধারে হারায় ।


২৭/০৮/২০২১