কৈশোর পেরিয়ে যৌবনের পথে হাটছে একদল তরুণ ,
দু চোখে স্বপ্ন অন্তরে উচ্ছাস ওদের সদা চঞ্চল প্রাণ ;
কলেজের করিডোরে মাঠে ময়দানে সর্বত্র ওরা আছে ,
মানুষের মত মানুষ হবার প্রত্যয় আছে ওদের কাছে ।
হঠাৎ দলছুট দু একটা তরুণকে দেখিনা খেলার মাঠে ,
দেখি কলেজের ছাদে গাজায় ভরা সিগারেট ঠোটে ;
চরস গাজা মদের নেশায় বুদ হয়ে থাকে সারাদিন ,
হিরোইন কিংবা ইয়াবা ছাড়া ওদের চলেনা একদিন ।
অধঃপতিত তারুণ্য ভাল মন্দের তফাৎটুকু বোঝেনা ,
নেশার ঘোরে থাকে যখন কারও কথা সে শোনেনা ;
কেন এমন হয় কেন ঐ কিশোর যুবক পথ হারায় ,
বন্ধুদের সঙ্গদোষে নাকি বাবা মায়ের অবহেলায় ।
হিসাব নিকাশ করার সময় এখন পার হয়েছে ভাই ,
চল সবাই নিজেরা নিজের ছেলেমেয়ের পাশে দাড়াই।