নাই নাই আমার কোন দুঃখ নাই,
তোমাকে পাওয়ার আশা ছিল, পাইনি ;
নির্লিপ্ত চোখে নীলিমার পানে চেয়ে
বলছি আমি, আমার কোন দুঃখ নাই!
তোমাকে না পাওয়ার অসহ‍্য যন্ত্রণা গুলো
পথহারা পথিকের মত উদভ্রান্ত করেছে ঠিকই
পারেনি অসীম নিরাশায় বন্দী করতে আমায়।
হতাশায় অবসন্ন চোখে অবলোকন করেছি -
আলোকিত অতীত, বেদনার বর্তমান ;
ধুসর কাঁচামরিচ সম অনাগত ভবিষ্যৎ
অনিশ্চিত লক্ষ‍মূল্যহীন। তবু বলবো -
নাই নাই আমার কোন দুঃখ নাই!
তোমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার
স্বপ্নের সে পথে অনেকটা কেটেছি,
সংস্কারের অচলায়তন ভেঙ্গেছি
তোমাকে পাওয়ার আশায়।
কাদামাখা নোনা জলে সাতার কেটেছি,
অমবস‍্যার অন্ধকারে গহীন অরন‍্যপথে
আলোর সন্ধান করেছি ;
তোমাকে চেয়েছি বলে
কত রাত নির্ঘুম কাটিয়েছি,
কত দিন ক্ষণ মুহূর্ত অস্থিরতায় কেটেছে
আজ তার সবই বেদনার প্রতিভাস।
নিজেকে লুকিয়ে রেখে জনারন‍্যে
হারিয়ে যেতে চাইনি আমি
চেয়েছি তোমাকে সঙ্গী করে জনতার মঞ্চের
শীর্ষ নেতা হব, ন‍্যায়ের পতাকা হাতে
মানবতার জয়গান গাইব, হয়নি সে গান গাওয়া
তোমাকে পাইনি বলে বাকি সব
হয়ে গেল শুধুই কল্পনা।
আমার সকল আবেগ উদ‍্যম মেধা
তোমার চরণে করেছিলাম সমর্পন,
সকল প্রেম ভালবাসা দিয়েছি বিসর্জণ
শুধু তোমায় চেয়েছি বলে।
জীবনে পেয়েছি অনেক কিছু,
অনেক চাওয়া হয়েছে পূরন ;
শুধু তোমাকে হলনা পাওয়া, রয়ে গেলে অধরা।
বহুকাল কাটিয়েছি হতাশায়,
নিঃসাড় নির্মোক কেটেছে মধ‍্যাহ্ন
সারাবেলা তোমারে  রেখে বিস্মরণে
অনন্ত অসীমের পানে দৃষ্টি ফিরাই, বলি
নাই নাই আমার কোন দুঃখ নাই।