নদী আজও দেখো বয়ে চলে পাখি গান গায় ,
সুজলা-সুফলা শস্য-শ্যামলা সোনার বাংলায় ;
প্রভাতে বাঙ্গালীর ঘুম ভাঙ্গে পাখির কলতানে ,
চারিদিকে সোনালী আভা ছড়ায় রবির কিরণে ।


আকাশে মেঘ ভেসে চলে বুঝি অজানার আহবানে ,
ফিরে আসে সবাই এই বাংলায় রূপের আকর্ষনে ;
শিল্প সাহিত্যে নাম যশ আছে তাদের বিশ্ব জোড়া ,
দুর্নীতি সন্ত্রাস অবিচারেও আজ বাঙালীরা সেরা ।


প্রেমহীন বাংলায় আজ মানুষে মানুষে নেই আস্থা ,
প্রকৃতির দান আছে ঠিকঠাক নেই শুধু মানবতা ;
বাংলার বুক জুড়ে আজ মানুষে মানুষে সংঘাত ,
কত মায়ের বুক খালি আজ কাটে বিনিদ্র রাত ।


নিজদেশে পরবাসী হয়ে থকবে আর কতকাল ,
যৌবনের জয়গান গেয়ে পার করো সংকটকাল ।