অজানা অভিপ্রেত


অশান্ত অক্লান্ত পান্থ কোন অভিপ্রেতে ,
ছুটিয়াছো  অজানায় একা অবেলায় ?
কালবোশেখি ঝড়ের প্রলয় গতিতে,
বজ্রনিনাদ হাকিয়া চলিলে কোথায়?
রুদ্র সংহার মূরতি দেখিয়া তোমার,
ক্লান্তি অবসাদ পথ খোঁজে পালাবার ;
মৌন স্থবির জীবন করে পরিহার,
স্থির গন্তব‍্য তোমার নেই হাহাকার।


ঝড়ের ঝংকারে পথে নামিয়াছো তুমি
মায়াজালের বাঁধন ছিন্ন ভিন্ন করে,
গ্লানিভার মুছে ফেলে পথে এলে নামি
জাগিয়েছো উন্মাদনা মানব অন্তরে।
তোমারই সাথী হয়ে দীপশিখা জ্বেলে
মরণেরে জয় করে আজিকে সকলে ।