কান কথাতে কান দেবেনা
করোনা কান ভারী ,
মন্দ যারা দ্বন্দ্ব ছড়ায়
তাদের সঙ্গে আড়ি ।
ভালমন্দের জ্ঞান নাহি যার
করে ছলচাতুরী ,
সুযোগ পেলেই খাবলে ধরে
করে পুকুরচুরী ।
আমরা কাঠের ঢেকি ওরা
অকালকুষ্মাণ্ড ,
কাজে কর্মে অকর্মন্য
তলা বিহিন ভান্ড ।
একটি কাজ ভাল পারে
করতে পরনিন্দা ,
ভুল ধরতে ব্যস্ত থাকে
করতে শরমিন্দা ।
পাছে কথা বলে তারা
প্রাণ খুলে হাসেনা ,
আপন ভেবে সাদা মনে
কেউ ভালবাসেনা ।