মাঝে মধ‍্যে বড় আক্ষেপ হয়,
মানুষ হয়ে কেন এলাম এ ভুবনে!
কর্ম ভুলে ভাবি হয়ে তন্ময়,
কি চেয়েছি, কি পেলাম এ জীবনে?
সব হারিয়ে আজ আমি নিঃস্ব,
বিরহ জ্বালায় পেয়েছি অনেক কষ্ট;
সবার কাছে হয়েছি  অস্পৃশ‍্য,
ছন্দপতনে জীবন হয়ে যায় নষ্ট।
নিজ স্বার্থ নিয়ে ব‍্যস্ত সবাই,
অন‍্যের কষ্টের কথা কেউই ভাবিনা  ;
সুখী জীবন পেতে শুধূ চাই,
কাঙ্খিত সুখ আজও পাওয়া হলোনা।
জীবনে যখন আসে ব‍্যর্থতা,
মনে হয় এ জীবন আর রাখবোনা ;
হৃদয় জুড়ে থাকে অস্থিরতা,
দুঃসময়ে কাউকে কাছে পেলামনা।