কাপছে বুড়ি দিয়ে কাথা মুড়ি
লেপ তোষক তার নাই ,
কম্বল ছিল তাও কেড়ে নিল
বুড়ির দুষ্টু ছোট ভাই ।


থাকতো বুড়ি ছেলের বাড়ী
ফাই ফরমাস খাটিয়া ,
প্রতিবাদ করার জন্য তারে
বৃদ্ধাশ্রমে দেয় পাঠাইয়া ।


কত শত কষ্ট বুড়ির মনে
ছেলে বউয়ের পা চাটে ,
মায়ের কষ্ট বুঝেনা ঐ ছেলে
সে বৌয়ের পিছেই ছোটে ।


যৌতুক নিয়ে ছেলে তার
চলে বউকে তেল দিয়ে ,
বুড়ির আশা আসবে শীতে
ছেলে লেপ তোষক নিয়ে ।
সে আশায় গুড়ে বালি
আসে না আর ছেলে ,
কম্বলখানাও দেয় না ভাই
বুড়ি ভাসে অশ্রুজলে ।