জগতে নষ্ট হতে হয়না কষ্ট
মানুষ হতে কষ্ট হয় .
মানব মানবী পশুর সমান
যদি না তারা মানুষ হয় ।
মানুষ হতে চাই মানবতাবোধ
মানুষের জন্য ভালবাসা ,
থাকবে প্রেম স্নেহ মায়া মমতা
থাকবে শান্তির প্রত্যাশা ।
মানুষ হতে ভাল মন থাকা চাই
থাকা চাই সরলতা ,
হিংসা বিদ্বেষ ভুলে দূর করা চাই
মনের সকল কুটিলতা ।
স্বার্থের দ্বন্দ্বে মানুষ বার বার
হানাহনি করে বেড়ায় ,
নিজের মনুষত্য নষ্ট করে মানুষ
অমানুষ হয়ে যায় ।