ও আমার দেশ প্রিয় বাংলাদেশ
রূপ দেখে তোর মুগ্ধ অনিমেষ,
এ ভাল লাগার হয়না অবশেষ
রূপে রসে  ভরা মোদের স্বদেশ।


জন্মভূমি হে মোর অহংকার
ভালবাসি তোরে করি অঙ্গীকার,
বুকে থাকি তোর এ মোর অধিকার
বঞ্চিত যারা করছে হাহাকার।


শত বছরের শোষণ বঞ্চনা
মাতৃ ভাষার চরম লাঞ্ছনা
মুক্তির পথ ছিলনা তো জানা
হঠাৎ বাজিল যুদ্ধের দামামা।
রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল,
দামাল ছেলেরা প্রাণ দিয়েছিল ;
নারীরা তাদের সম্ভ্রম হারাল,
তারপর ঠিক স্বাধীনতা এল।


তবু কেন এত হতাশা চারিপাশে
কেন এত হিংসা হানাহানি এ দেশে,
থাকতে পারিনা কেন মিলে মিশে
অশান্তি কেন থাকবে বাংলাদেশে?


যে দেশের মাটি সোনার চেয়ে খাটি
সে দেশ কেন হবে সন্ত্রাসীদের ঘাটি!