আকাশে এখন অনেক তারা কেবল রাতের শুরু ,
জ্যোৎস্নার আলো চারপাশে তবু কাঁপে বুক দুরু দুরু ;
চাঁদ ডুবে গেলে আলোকে বিদায় জানাতে আসে
রহস্যময়ী অন্ধকার ,  মিটিমিটি জোনাকিরা ভাসে ।
অন্ধকারে হারিয়ে যায় আমার স্বপ্নের পৃথিবী ,
যেখানে লুকিয়ে ছিল সে, যে আমায় ভালবাসে ;
অথচ যার মুখ আমি কোনোদিন দেখিনি,
কখনও ভাবিনি তার কথা প্রেম অভিলাষে ।
রাত গভীর হয় আঁধার নামে আলোর সহচরী হয়ে ,
আমার জীবনে  প্রেম মৌনতায় থাকে ভয়ে ভয়ে ;
যে আমাকে চিরদিন ভালোবেসেছে, কাছে থেকেছে ,
ফাগুন রাতের  তারার মত নিবিড় হ’য়ে উঠছে ।
অথচ যার মুখ আমি কোনোদিন দেখিনি,
তার কথা স্মৃতি করে হৃদয়ের ক্যানভাসে রাখিনি ;
অবহেলার তীব্র দহন সয়েও সে আমায় চেয়েছে ,
বিস্মৃত নগরীর রমণী হয়ে শুধুই কষ্ট পেয়েছে ।
আজ আকাশে আবার তারার মেলা, চাঁদের আলোয়
মিটি মিটি জোনাকির খেলা ,
হারিয়েছি যারে ঘোর অন্ধকারে খুঁজিতে তারে
ভাসিয়ে দিলাম প্রেমের ভেলা  ।
প্রাগৈতিহাসিক জমিন হতে হয়তো সে একদিন ,
উঠে আসবে আমার কাছে বাজিয়ে প্রেমের বীন ;
অথচ তার মুখ আমি কোনোদিন দেখিনি।