বিশ্বাস করো আমি ভালবাসতে জানি
কারন আমি কবিতা ভালবাসি ,
আমি আজও মানুষকে মানুষ মানি
আমি যে কবিতা পড়ে কাদি হাসি ।


কবিতা লেখি আর পড়ি ,কবিতা শুনি ;
ভাবসমুদ্রে হাবুডুবু খাই ,  
কবিতা পড়তে পড়তে হঠাৎ আমি
প্রিয়ার সান্নিধ্য খুজে পাই ।  


কবিতা আমায় চলার পথ দেখায়
মনের দরোজা খুলে দেয় ,
ভালবাসতে শেখায় আর্ত মানুষকে
হিংসা-দ্বেষ ধুয়ে মুছে নেয় ।


কবিতা ভালবেসে আমি ধন্য হয়েছি
কবিতায় নিজে হয়েছি বিলীন ,
কবিতার মর্মকথা ছন্দ মাত্রা লয়
অন্তরে রবে যে হয়ে অমলিন ।