পাগলামীটা বড় বেশীই করে ফেলেছি ,
তোমাকে হঠাৎ আমি জড়িয়ে ধরেছি ;
আদরে সোহাগে চুম্বনে চুম্বনে তোমাকে
লাল গোলাপের মত রাঙ্গিয়ে দিয়েছি !
প্রেমের বেলায় আমি এমনই  , আবেগ
ফুটন্ত পানির মত টগবগ করে ;
তুমি কাছে আসলেই আমি বন্য হয়ে যাই,
মন্থন করি অঙ্গ সূধা ভেঙ্গেচুরে ।
প্রেমের জন্য আমি সব কিছু ছেড়েছি ,
ছিড়েছি রক্তের বাঁধন ;
তোমার হাতে হাত রেখে আমি , দেখি কত
প্রেমময় মধুর স্বপন ।
প্রিয়তমা তুমি একবার স্পষ্ট করে বলো ,
ভালবাসো কি আমায় ?
শুধু একবার বলো ভালবাসো আমায়
রেখনা আর অপেক্ষায় ।
আমি তোমার জন্য  লাল গোলাপ হাতে
সেই কখন থেকে অপেক্ষায় আছি ,
ফুলদানিতে রজনীগন্ধা হয়ে যায় ম্রিয়মন
তবুও তুমি বলবে না  ভালবাসি ?
কথা দিয়েছিলে চিরকাল থাকবে কাছে
তাইতো তোমার হাত ধরেছি ,
প্রেমডোরে বেঁধে তোমার সংগে  প্রিয়া  
আমি ঘর বাঁধার স্বপ্ন দেখেছি ।
জানি আসবে অনেক বাঁধা, ঝড় তুফান
তবুও আমি  তোমার পাশেই থাকবো,
তুমিও যদি থাক পাশে আমাদের প্রেম ,
আমরা দুজন অমর করে রাখবো ।