বাংলাদেশের রাজধানী ঢাকায় থাকি
আমরা ঢাকাবাসী,
অনেক কষ্টে থাকি আমরা তবু
ঢাকাকেই ভালবাসি ।
হানাদারদের হামলাতে এই ঢাকার বুকে
কত রক্ত ঝড়েছে,
কালের সাক্ষী ঢাকা মোদের
ইতিহাসে লেখা আছে ।
আমরা  দেখেছি কত আর্য্য-মৌর্য্য,
হাবসী-মোগল, ইঙ্গ-পাকসেনাদের দম্ভ ,
রক্ত দিয়ে তারিয়ে ওদের গড়েছি আমরা
স্বাধীনতার স্মৃতি স্তম্ভ ।
লোকে বলে ঢাকায় চলে টাকার খেলা
ধরতে জানতে হয়,
যারা পারে তাদের পকেট টাকায় ভরা
মিথ্যে কিন্তু নয় ।
ঢাকার বুকে জনসংখ্যা
লম্ফ দিয়ে বাড়ছে ,
সব ধর্মের মানুষ এখানে
মিলেমিশে থাকছে ।
রিকশা, আর্বজনা, পলিউশন আর
যানজটের শহর ঢাকা,
ছুটির দিনে নিরিবিলী  ঢাকা
থাকে একেবারেই ফাকা ।
ঢাকায় আছে  হোসনী দালান,
লালবাগের কেল্লা,
কার্জন হল, শহীদ মিনার
আছে অপারজেয় বাংলা ।
ঢাকায় যেমন বস্তি আছে
আছে ধানমন্ডি গুলশান,
আকাশচুম্বী শপিং মলে এলে তোমার
জুড়িয়ে যাবে প্রাণ ।