আজ কেন পারিনা আমি অতটা উদার হতে ,
যতটা প্রয়োজন মানুষের ভালবাসা পেতে;
ভালবাসার কাঙ্গাল আমি ভালবাসতে চাই,
আমার মাঝে কেন তবে প্রেমের আবেগ নাই ।
এ জগতে যারা বেঁধেছে আমায় মায়ার বাঁধনে ,
আমি কেন থাকিনা পাশে তাদের প্রয়োজনে ;
স্বার্থের লাগি আমি আজ ভূলেছি আপনপর ,
জগৎ জোড়া খ্যাতির আশায় ভেঙ্গেছি সুখের ঘর ।
আমার মাঝে নেইকো আমি ভোগের নেশায় মত্ত,
অনেক কিছু আছে আমার নেই ভাল হবার  তত্ব;
আবেগ আমায় কাদায় হাসায় করে গৃহবন্দী ,
মুক্ত আকাশে থাকতে আমায় করতে হবে সন্ধী ।
ছকে বাঁধা জীবন চাইনা নতুন কিছু গড়তে চাই,
ভয়কে করে জয় চলো সমুখপানে এগিয়ে যাই ।