এই যে শুনুন, হ্যা আপনাকেই বলছি !
মেয়েলি কন্ঠ,কাঁধে নরম হাতের ছোয়া ;
পিছন ফিরে তাকাই, দেখি তোমাকে
এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি হওয়া ।
তুমি চাইলে , হরিণ আখিতে অশ্রুধারা
অজানা শঙ্কায় হৃদয় আমার উতলা হলো,
বললাম , কাঁদছো কেন তুমি ?
তুমি হাসলে,যেন মুক্তো ঝরে পড়লো ;
বললে, তোমাকে পাওয়ার খুশীতে
ভীষন কাদতে ইচ্ছে করছে আমার,
হতবাক আমি , যে তুমি আমায় ফেলে
অজানায় মন ভাসালে তোমার ;
তার কাছে এতটা আবেগ এতটা প্রেম
প্রত্যাশা করিনা আমি, মনতেও চাইনা ;
ছলনাময়ী রমনী তুমি, রহস্যময়ী তুমি
তবু তোমাকে ভুলে থাকতে পারিনা ।