অমাবস্যার নিকশ কালো রাত, দমকা হাওয়ার ঝাপটা ,
ঘুম ভেঙ্গে যায় , দেখি তুমি পাশে নেই;
দরজাটা খোলা, বাহিরে অন্ধকার, জোনাকি পোকার
লাফালফি ছাড়া চোখে পড়ছেনা আর কিছুই ;
তুমি কোথায় ? ভয়ে বুকের ভিতরে ধ্বক করে ওঠে,
দেখি দাড়িয়ে আছো তুমি হাত রেখে দরোজার চৌকাঠে ;
কালী মূর্তিসম তোমার সে রূপ আমায় বিভ্রান্ত করে;
চিৎকার করে বলি, তুমি কি যাচ্ছো আমায় ছেড়ে চিরতরে ?
মৃদু হাসলে তুমি কিছুই বললে না, হঠাৎ দেখি তুমি নেই,
পাশেও নেই দরোজার ওধারেও নেই,
সত্যিই চলে গেলে নাকি ?
রাত এখনও অনেকটা বাকি, অপেক্ষায় থাকি ;
ফিরে কি আসবেনা তুমি ?
তারপর কতরাত নির্ঘুম কেটেছে আমার,
অপেক্ষার প্রহর গুনতে গুনতে;
তুমি আর ফিরলে না, হয়তো ফিরবেনা কোনদিন ।
আমি কিন্তু জেগে থাকবো ,অপেক্ষার প্রহর গুনবো ;
ছবি আকবো তোমার হৃদয়ে আমার ।