দু চোখে তোমার দেখি বিদ্রূপের হাসি,
পুঞ্জীভূত মদমত্ত বিদ্বেষের বন্যতা ,
আছে আরো ছায়াঘন হৃদয়ে দৈন্যতা ;
অন্তরে জমানো তাই হিংসা রাশি রাশি ।
চেয়েছো বলিতে তুমি শুধু ভালবাসি ,
পারোনি বলে জীবনে এলো উদ্বিগ্নতা ,
জীবন ঘিরে রইলো গভীর শূন্যতা ;
বাধ্য হলে যন্ত্রণার হতে সেবাদাসী ।


ভুলে যাও সবকিছু ভুলে যাও আজ ,
ভুলে যাও দুঃখ স্মৃতি সকল যাতনা,
মানুষকে ভালবেসে কাছে টেনে নাও ;
সবাইকে কাছে টানো ভুলে দ্বিধা লাজ,
মন থেকে মুছে ফেলো সকল বেদনা,
আর্তের সেবায় সব দুঃখ ভুলে যাও ।


( পেত্রার্কীয় রূপকল্পের সনেট )