হঠাৎ দমকা বাতাস কালমেঘে আকাশ ছেয়ে যায় ,
গুরু গুরু গর্জনে আলোর ঝলকে বিদ্যুত চমকায় ;
নেমে এল আকাশ থেকে অঝোর ধারায় ঘনবরষা ,
আষাঢ় এসেছে বাংলা মায়ের বুকে বুঝিলাম সহসা ।
বৃষ্টি পড়ছে টাপুর টুপুর পুকুর কিংবা নদীর জলে ,
বৃষ্টি নামে রিম ঝিমিয়ে গাছের ডালে ঘরের চালে ;
আষাঢ় মাসে বৃষ্টি কাদায় মাখামাখি পুকুর ভরা জল ,
সেই পুকুরের জলে ফুটেছে কত শাপলা শতদল ।
কদম ফুটেছে কদম গাছে দেখে চোখ জুড়িয়ে যায় ,
আষাঢ় মাসে বাংলার প্রান্তর নয়া তৃণদল খুজে পায় ।