কাল মেঘে ছাইলো আকাশ
থেমে থেমে বজ্রের গর্জন ,
এলোমেলো বইছে বাতাস
নামে অঝোর ধারায় বর্ষন ।


আষাঢ়ের ঝর ঝর বারিধারায়
বাজে যেন নুপুরের ঝংকার ,
ভাললাগার ঐ সুরের মূর্ছনায়
বিরহী মন করে হাহাকার ।


খোকাখুকু বাহিরে যেওনা ভুলে
পথ ঘাট হয়েছে পিচ্ছিল ,
দিনভর অবিরাম বৃষ্টির জলে
ভরে  নদ নদী খাল বিল ।


কদম ফুটেছে গাছের শাখায়
পদ্ম ফুটেছে দিঘীর জলে ,
শাপলা শালুক তুলছে পল্লীবালা
পুকুর নদী খালে বিলে ।


আষাঢ়ে বাদল ঝরে মুষলধারে
নদ নদীতে প্লাবন আসে ,
হারিয়ে যায় কত জনপদ চিরতরে
হঠাৎ বন্যার স্রোতে মিশে ।