মেঘমুক্ত রাতের আকশে অজস্র নক্ষত্রের বিচরণ,
ঝি ঝি পোকার ডাক জোনাকীর আলোর বিচ্ছুরণ ;
হঠাৎ মেঘের ঘনঘটা বিদ‍্যুতের চমক বর্জের গর্জন,
গভীর রাতের নিস্তব্দতা ভেঙ্গে নামে অবিরল বর্ষণ।


ভোর রাত্রে মেঘ কেটে যায় থামে অবিরাম বৃষ্টিধারা,
প্রভাতে রবির কিরণে প্রকৃতির রূপ যেন হৃদয়কাড়া;
আষাঢ়ের বৃষ্টিতে এ বসুধা সেজেছে রূপবতীর সাজ,
এ যেন কল্পনার মায়াবী রূপের অপরূপ কারুকাজ।


হিজল তমাল অশ্বত্থের শাখায় সবুজের সমারোহ,
বৃষ্টিভেজা ফুলবনে প্রজাপতি আনে প্রেমের আবহ ;
মন ভরে যায় হলুদ গাঁধা আর কদম ফুলের পরশে,
ঝর ঝর বরষায় উদাসী মন কাঁদে প্রেমের আবেশে।