অসহায়ত্ব


অর্থ বিত্ত ক্ষমতার মোহে কিছু মানুষেরা আজ
হারিয়ে ফেলেছে মনুষত‍্ব,
জুলুম নির্যাতন দুর্নীতির কঠিন বেড়াজালে
কলুষিত তাহাদের হস্ত।
সহজ সরল সত‍্যবাদী মানুযগুলো আজকে
সমাজে ভিষন অসহায়,
অনাহারে অর্ধাহারে তাদের কাটাতে হয় দিন
পদে পদে  দুঃখ কষ্ট পায়।
কুচক্রী কৌশলী যারা সমাজের মাথা তারা
জীবন করছে উপভোগ,
অসহায় মানুষ গুলোই বেশী বেশী কষ্ট করে
আসলে কোন মহাদুর্যোগ।
নিম্নবিত্ত বেকার যারা জীবনে পায় অবহেলা
জগতে সে বড় অসহায়,
স্বার্থান্বেষী মানুষের অত‍্যাচারে গরীব দুঃখীরা
বঞ্চনায় করে হায় হায়।