অবরুদ্ধ সময়ের হে দুঃসাহসী অভিযাত্রী ,
সাবধান !এখন্ও কাটেনি তমসার রাত্রী ।


গোটা পৃথিবী আজ নীল হয়ে আছে
মৃত্যু বিভীষিকায় ,
প্রাকৃতিক দুর্যোগ কিংবা যুদ্ধ নয়
ভাইরাস শঙ্কায় !


শহরে এখনও চলছে একশত চুয়াল্লিশ ধারা ,
মানবকুল মহাসংকটে শত্রু আজও অধরা ;
কোথাও কারফিউ কিংবা চূড়ান্ত লকডাউন ,
মৃত্যু বিভীষিকা থামাতে চাই ক্র্যাকডাউন ।


দুর্বিষহ সময়ের হে নির্ভিক অভিযাত্রী ,
এগিয়ে যেতে হবে প্রত্যয় হোক সহযাত্রী !


ভাইরাস নিধনে ভ্যাকসিনে সয়লাব দুনিয়া
চলছে মনোপলি ব্যবসা ,
বেপরোয়া করনা ভাইরাস, ভ্যাকসিনে মানুষ
রাখতে পারছেনা ভরসা !


করোনা মহামারীর বর্ষপূর্তি হয়ে গেছে
মাঝখানে গতি কমালেও থামেনি সে ,
এখন আবার নতুনরূপে দুর্বার গতিতে
লোকালয়ে দিয়েছে হানা অতর্কিতে ।


প্রলম্বিত সময়ের হে দুরন্ত অভিযাত্রী ,
সাবধান !এখন্ও কাটেনি তমসার রাত্রী ।