মনের কোনে জমে আছে
অনেক অভিমান,
আশার প্রদীপ নিভলো বলে
কাঁদে আমার প্রাণ।
আশা ছিল প্রিয়ার সনে
বাঁধবো সুখের নীড়,
প্রিয়ার মনে ছিল কাদা
পাইনি খুঁজে তীর।
আশা ছিল ফুলের মত
গড়বো আমি জীবন,
কাটা এসে বিধলো বুকে
ভাঙ্গলো সুখ স্বপন।
স্বজন হয়ে ছিল যারা
এতটা কাল কাছে,
দুঃখের দিনে বুঝেছি তাদের
ভালবাসা মিছে।
সবাই দেখি সুখের পায়রা
প্রাণের বন্ধু নয়,
কাছের মানুষ এমন নিঠুর
কেমন করে হয়!