অভিমানী মন


ভালবাসি এ কথাটি বলবো তোমায়
যখন থেকে ভাবছি ,
ঠিক তখনই বললে তুমি , শুভ বিদায় !
এখন আমি যাচ্ছি ।
মনের কথা আমার হায় মনেই রইল
আর হলনা বলা ,
ভালবেসে কছে এলাম, দেখি তোমার
মনের দুয়ারে তালা ।


যখন দেখি তরী তোমার ভিড়িয়েছো
অন্য কারও ঠিকানায় ,
বিরহের আঘাতে কঠিন অভিমানে
আমার বুক ফেটে যায় ।
বিরহের অনলে পুড়ছে হৃদয় আমার
সুখে আছো তুমি ,
কতটা কষ্ট কতটা যন্ত্রণা পেলাম
জানে তা অন্তর্যামী ।


তমসাঘেরা জীবন আমার দুর্বিসহ
হৃদয় তপ্ত বালুচর ,
হারিয়ে যায় অন্তরের সব প্রেমের মোহ
জীবন হল তাসেরঘর ।
আমায় নিয়ে তোমার মনে এখনতো আর
নেই কোনো কষ্ট নেই ভাবনা ,
তুমি যাচ্ছো অনেক দূরে বধুয়া সেজে
স্মৃতিতে তাও দিচ্ছ কেন হানা !