প্রিয়তমা শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারটা
এবার নিশ্চই তোমাকেই দেয়া হবে ,
ভাবছি হলিউডে কবে নাম লেখাবে !
কখন অস্কার হাত পেতে নেবে ?
এত ভাল অভিনেত্রী তুমি,
এতদিন বুঝতে পারিনি আমি ;
দেখলাম তোমার শ্রেষ্ঠ অভিনয় ,
বুঝলাম আজ পুড়িয়ে হৃদয় ।
এত কাছে আসলে, এত ভালবাসলে ;
সেই তুমি কেন হঠাৎ দূরে চলে গেলে !
এইতো সেদিন তুমি আমার কাছে এসেছিলে ,
নিজেকে উজার করে দিয়েছিলে ;
কিংবা ধরো তোমার আমার প্রথম দেখার ক্ষনে ,
মুগ্ধ দৃষ্টি মেলে আমি তাকিয়ছিলাম তোমার পানে ;
চোখ তুলে তাকালে, চোখে চোখ পড়তে তুমি
যে হাসি হেসেছিলে, আজও তা  ভূলিনি আমি ।
ভূলতে পারবোনা সে স্মৃতি মধুময় ,
ভাবতে পারিনা আমি এ সবই ছিল অভিনয় !
এখন একটু একটু  বুঝতে পারছি ,
ছলনার কষ্ট অনুভব করছি ;
যা ছিল তোমার শ্রেষ্ঠ অভিনয় ,
জেনেছি এখন জগতে কেউ কারও নয় ;
স্বার্থ ছাড়া কেউ আপন নয় ,
ভাললাগা ভালবাসা সবই অভিনয় ।

২১ কার্তিক ১৪২৫
05/11/2018