আয়নায় নিজ মুখ দেখি প্রতিদিন
হাটিহাটি পাপা থেকে বৃদ্ধকাল ,
ছোট্ট কিশোরবেলা আয়নায় দেখেছি
চোখে আমার অনেক কৌতূহল ।
যখন আমি নবীন তরুণ যুবা,  আয়নায়
দেখেছি এক প্রতিবাদীর মুখ ,
দেখেছি এক উদ্দমী সাহসী কর্মীর
ভালবাসায় ভরা প্রেমিকের দুটি চোখ ।
যৌবন পেরিয়ে পৌঢ় হলাম, বয়সের পড়ন্ত বিকেল
আয়নায় নিজেকে দেখে নিজেই চমকে ওঠি ;
ক্লান্ত পরিশ্রান্ত নির্বিকার এক মানুষের ছবি যেন
সকলের কাছে চাইছে ছুটি ।