হৃদয় আমার সমান দুভাগ বাবা মায়ের তরে,
কেমন করে থাকি বলো বাবা মাকে ছেড়ে ?
বাবার দেয়া কলমখানা পাইনা এখন খুজে;
মায়ের স্মৃতি জাগে মনে অশ্রুজলে ভিজে ।


শিশুবেলা বাবাই ছিলেন আমার কাছে রাজা.
মায়ের ছিল রানীর আসন অন্যেরা সব প্রজা;
মায়ের কাছে আমি ছিলাম ভীষণ দস্যি ছেলে ,
তাঁর নালিশে বাবা দিতেন নিত্যদিনই সাজা ।


শাস্তি অনেক পেতাম তবু দস্যিপানা ছাড়িনি,
মায়ের মুখের মধুর বকা আজও ভূলতে পারিনি;
বাবার হাত ধরেই প্রথম পাঠশালাতে যাই,
বাবা মায়ের গড়া এ জীবনে তারাই পাশে নাই ।


কষ্টে আমার বুক ফেটে যায় রক্তক্ষরন হয়,
যখন দেখি বৃদ্ধবেলা মা বাবারা অবহেলায় রয়;
বাবা মায়ের ভালবাসার তুলনা কোথাও নাই,
জীবনে তাদের দিতে হবে সবার উপরে ঠাঁই ।