প্রকৃতি সেজেছে নিঠুর সাজে,
বিশ্বময় বজ্রের মাদল বাজে ;
কত কান্না হাসি দুঃখে ও সুখে,
বৈশাখ এসেছে বাংলার বুকে।


কালবোশেখী ঝড় হয়ে সে এল,
জড়া জীর্ণতা উড়িয়ে নিয়ে গেল ;
নতুন দিনের বার্তা নিয়ে এল,
প্রত‍্যাশার আগুন জ্বালিয়ে দিল।


সময় হয়েছে শপথ নেয়ার,
এইতো সময় দেশকে গড়ার ;
সকল বাঁধার প্রাচীর ভাঙ্গিয়া
বাঙালী যৌবন উঠুক জাগিয়া।