ঝড় উঠছে ঝড় উঠেছে কাল বৈশাখী ঝড়,
পাগলা হাওয়ায় কাপছে দেখ ছোট্ট কুড়ে ঘর ;
ঘরের বাহির হোসনে কেউ পড়বে মাথায় বাজ,
বৃষ্টি কাদায় মাখবে উঠোন ভাঙ্গবে কত গাছ।


ঝড় থামতে সবার মনে লাগে খুশীর দোলা,
আমবাগানে ঝড়ে পড়া কাঁচা আমের মেলা ;
খোকাখুকু আয় সকলে আম কুড়োতে যাই,
কাঁচা আমের ভর্তা খাব খুশীর সীমা নাই।