বখতিয়ার খলজী মুসলিম বীর
সেনাপতি , জয় করে বাঙলা বিহার ;
খর্বাকৃতি লম্বাহাত অদ্ভুত আকার ,
সম্মুখ সমরে সদা উচু তার শীর ।
হত দরিদ্র সন্তান এই তুর্কী বীর ,
দক্ষ সে যুদ্ধবিদ্যায় অন্তরে উচ্চাশা ;
ভারতে এসে পূর্ণতা পায় তার আশা ,
সমর কৌশল ছিল তার ধীর স্থির ।


বাংলার রাজা লক্ষন সেন অত্যাচারী ,
বর্ণ বৈষম্যে সমাজ ছিল কলুষিত ;
সতের অশ্বারোহী ঐ এল নদীয়ায় ।
জীবন বাঁচাতে রাজা গোপনে পালায় ,
বখতিয়ার খিলজী হয় উজ্জীবিত ;
বাংলাতে ইসলামের সে হল কান্ডারী ।