বকুল তলায় পল্লীবালা
কুড়ায় বকুল ফুল,
বিনি সূতোর মালা গাথতে
হয়না যে তার ভুল।
মালা গেঁথে কারে দেবে
ভেবে পায়না কুল,
উদাস নয়ন বিরহী বদন
খোলা যে তার চুল।
কথা দিয়ে প্রিয় সখা
রাখেনি সে কথা,
কথা ছিল আসবে ফিরে
অপেক্ষা তার বৃথা।
ফিরে আর আসেনি সে
পায় বিরহ জ্বালা,
নিজের হাতেই শুকিয়ে যায়
বকুল ফুলের মালা।