কতকাল কেটে গেছে মুছে যায় প্রীতি
জীবনের সব আশা ক্রমশ হারায়,
প্রেম ভালবাসা সব মিথ‍্যে হয়ে যায় ;
জমে থাকে মনে শুধু অতীতের স্মৃতি।


সবার অন্তরে আজ জাগে এক ভীতি,
প্রিয়জন সব বুঝি দূরে সরে যায়,
বিরহের জ্বালা মনে আগুন ধরায় ;
দুঃখ বেদনায় হবে জীবনের ইতি।


মনে যার আছে প্রেম আছে ভালবাসা,
বিপদে বন্ধু হবে সে সকলের আশা।


মরা গাঙে বান ডাকে ভাসায় দু'কুল
জীবনে চলার পথে হয় কত ভুল
তার দাম দিতে যেয়ে হৃদয় আকুল
জীবনে ছন্দ ফেরাতে মন যে ব‍্যাকুল।




ফরাসী সনেট