হঠাৎ কখনও পড়লে মনে
ছোট্ট বেলার কথা ,
হৃদয় কোনে জেগে ওঠে
আকুলকরা ব্যথা ।
বাল্যস্মৃতি সত্যি মধুর
নেই তুলনা তার ,
ফিরে আর আসবে না কভূ
সে দিনগুলো আর ।
মায়ের স্নেহ বাবার আদর
ভূলবো কেমন করে ,
বাল্যবন্ধুর বুকভরা ভালবাসা
পাব কি আর ফিরে ?
কিশোর যখন তখন আমরা
করেছি কত দস্যিপনা ,
মান অভিমান হাসিকান্না সবই ছিল
ছিলনা প্রতিহিংসার জঙ্গীপনা ।
বাল্যকালে শিখেছি আমরা
সদা সত্য কথা বলবে ,
বিপদে বন্ধুর পরিচয় আর
গুরুজনে মান্য করে চলবে ।
এখন শুধু লাভ ক্ষতির হিসাব
উদার মন তো পাইনা ,
নিঃস্বার্থ প্রেম ভালবাসা আজ
কাউকে আমরা দেইনা ।
বাল্যস্মৃতি মধুর স্মৃতি
সবার আছে জানা ,
তবে কেন সেখান থেকে
ভাল শিক্ষা নেইনা ?