বড় কষ্ট লাগে যখন দেখি
বদ্ধ ঘরে বন্দী তাজা প্রাণ ,
কিশোর তরুণ যুবা তোদের
থাকবে কেন বিবাগী মন !


অলস হয়ে আর কতকাল
থাকবি বসে ঘরের কোনে ?
কাপুরুষ বলে সবাই তোরে,
কষ্ট কি তোর লাগেনা প্রাণে ?


আছিস কেনরে পিছে পড়ে
বাংলা মায়ের দামাল ছেলে ?
দেশের কাজে পড় ঝাপিয়ে
দ্বিধা দ্বন্ধ সব ঝেড়ে ফেলে ।