বন্ধু তুমি কোথায়, কেমন আছো ?
বলেছিলে তুমি আছো, থাকবে
চিরটাকাল আমারই আশেপাশে
আর শুধু আমার কথাই ভাববে ।
অনেকটা সময় পেরিয়ে গেছে
কৈশোর যৌবন হারিয়ে ফেলেছি
পৌড়ত্ব আর বার্ধক্যের মাঝখানে
দাড়িয়ে তোমাকে আবার খুজছি ।
বন্ধু তুমিই প্রথম আমার হাত ধরে
বলেছিলে স্বাধীনতার মানে বুঝিস ?
আয় আজ তোকে স্বাধীন হতে শেখাবো,
যা তুই ইচ্ছে হলেই করতে পারিস ।
তোমার কথার মর্ম সেদিন বুঝিনি বন্ধু,
ভেবছি সবটাই তোমার উদ্ভট ভাবনা;
বলেছিলে, চল পালাই বাড়ী থেকে,
আতকে উঠে বলেছিলাম পারবোনা ।
তুমি কিন্তু সত্যিই পালিয়ে গেলে
খুজে আর পেলামনা তোমায়,
কতকাল কাটলো, ফিরলেনা তুমি
স্বাধীনতা এনে দিতে আমায় ।
পরাধিনতার শৃংখলে বাঁধা পড়ে আছি
পরিবার,সমাজ রাষ্ট্রের কাছে,
শিখিনি কি করে ভাঙ্গবো এ শৃংখল
কি করে পালিয়ে যাবো তোমার কাছে ।
জানিনা কোথায় আছো তুমি আজ
স্বাধীনতা আছে তো তোমার ?
যদি হও আমারই মতো পরাধীন তুমি
ভূলে যাবো তোমাকেও, খুজবোনা আর ।