যে ছিল বন্ধু মোর সে আজ বহুদূরে,
ভালবাসা দিয়েছিল স্নেহের আবেগে ;
তার কথা আজ বেজে ওঠে সুরে সুরে
কাছে টানে সে আমায় কি যে অনুরাগে।


তার সাথে ছিল মোর নিত‍্য যোগাযোগ,
অন্তরে দেখেছি তার মধুময় প্রীতি ;
প্রাণে প্রাণে হয়েছিল গভীর সংযোগ,
কাছে এসেছিল নিয়ে প্রেমের আকুতি।


তারে পেতে চায় মন প্রতি শুভ ক্ষণে,
সে হারায় চিরতরে ক্ষণিকের ভুলে,
কত ছবি আঁকা তার হৃদয়ের কোনে,
মায়ার বাঁধন গেল নিমিষেই খুলে।


বন্ধু বিহনে অন্তর কাঁদে অনুক্ষণ,
বিরহের দাবানলে জ্বলে মোর মন।


শেক্সপীরিয় সনেট