দিবস দিয়ে কি হবে ভাই
সুজন বন্ধু যদি না পাই,
বন্ধু আমায় হিংসা করে
সে যে থাকে দূরে দূরে।


শিশু কালের বন্ধু আমার
সে ছিল ভাই প্রিয় সবার,
খেলার ছলে আসতো কাছে
বলতো আমায় ভালবাসে।


বন্ধুরা সব কিশোর বেলার
সাথী তারা সকল খেলার,
কারও যদি বিপদ আসে
জোট বেঁধে থাকতো পাশে।


যৌবনে যে বন্ধু হলো
ভালবেসে মন কাড়িল,
মনে কত সুখের স্বপ্ন
ছিলাম দুজন তাতে মগ্ন।


জীবন গড়ার পথের মাঝে
সে সব বন্ধু পাইনা খুঁজে,
ব‍্যস্ত সবাই নিজের কাজে
হঠাৎ দেখায় মরি লাজে।