যে মুখ হৃদয়ে নিত‍্য হেসে দেয় উঁকি,
কি করে তারে আজও দূরে ঠেলে রাখি ;
শৈশবে দেখা পেলাম, হল পরিচয়
বন্ধু করে বুকে নিতে নেয় নি সময়।


অনুভব করি তার মনের দৃঢ়তা,
অকপটে বলি তারে হৃদয়ের কথা ;
যারে আমি বরাবর আপনার জানি,
ভালবেসে আমি তারে বন্ধু বলে মানি।


প্রকৃত বন্ধু আমার থাকে যদি পাশে,
ঝড় তুফানে বলোনা কি বা যায় আসে!
বিপদে প্রকৃত বন্ধু চিনে নিতে হয়
আত্মরক্ষার উত্তম পথ সে দেখায়।


ছোট খাটো ভুল ত্রুটি করে দিয়ে ক্ষমা,
কাছে টেনে তার মনে প্রেম করি জমা।


          *******
৩০শে জুলাই, ' বিশ্ব বন্ধুত্ব দিবস '
বিশ্ব বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা জানাই
আসরের সকল কবি বন্ধুকে!