বিপদে যে থাকে পাশে বন্ধু তারে কয়
বন্ধু মানে অন্ধ সম প্রেমময় মন,
সু সময়ের সাথী যে বন্ধু সে তো নয়
বন্ধু মানে চিরকাল বিশ্বাসী সে জন।


বন্ধু কেন ভুল বুঝে যাবে দূরে সরে
বন্ধু সে তো সদা রবে আপনার হয়ে,
হতাশা ভুলিয়ে দেবে দুটি হাত ধরে
সঙ্গী হয়ে থাকবে সে দুঃখ ব‍্যথা সয়ে।


ক্ষমা কেন চাইবে সে ভুল যদি হয়
প্রতিদানে ভালবেসে কাছাকাছি রবে,
মনে যদি থাকে তার হারাবার ভয়
হৃদয়ে জমানো সব দ্বিধা দূর হবে।


বন্ধু যদি হয় কভু একান্ত আপন,
তার তরে মন প্রাণ করিও জ্ঞাপন।



( শেক্সপিয়রীয় সনেট )