ফাগুন মাসে বৃষ্টি তাই
ব্যাঙের হলো সর্দি ,
ঘ্যাঙর ঘ্যাঙর কাদছে সে
ডাকতে হবে বদ্যি ।


পাড়ার সব দুষ্টু ছেলেরা
জুটলো পুকুর পারে ,
ব্যাঙের কান্না থামাতে ওরা
মারল ঢিল ছুঁরে ।


একটা ঢিল লাগল এসে
ব্যাঙের বোঁচা নাকে,
অমনি ব্যাঙ চিৎপটাং আর
চোখে সর্ষেফুল দেখে ।


ফাগুন মাসে বৃষ্টি কেন ?
ব্যাঙের কেন সর্দি !
ঢিল খেয়ে সে অক্কা পেল ,
লাগবেনা আর বদ্যি ।