বাংলাদেশকে চিনবো চল
রাজধানী এর ঢাকা ,
বন্দর নগরী চট্টগ্রামে ভাই
ঘুরে ব্যবসার চাকা ।


এ দেশের পাট সোনালী আশ
ছিল সবার সেরা ,
রাজশাহীর আম সিলেটের চা
আজও সেরার সেরা ।


পদ্মার ইলিশ মাছের রাজা
খেতে যাবেন চাদপুর ,
বরিশালের পেয়ারা আমড়া
সব পুষ্টিতে ভরপুর ।


ময়মনসিংহে বশী ধান হয়
নরসিংদীতে হয় কলা ,
রংপুরে হয় তামাক ও গম
এ দেশের মাটি সুফলা ।


সুজলা সুফলা বাংলাদেশ
বাঙ্গালীর রক্তে গড়া ,
নদ নদীর দেশ বাংলাদেশ
প্রকৃতির দানে ভরা ।


এখানে আছে পৃথিবীর দীর্ঘতম
সুমুদ্র সৈকত কক্সবাজার ,
আছে সুন্দরবন প্রকৃতির দান
হয়না কোন তুলনা যার ।


বাংলাদেশের স্বাধীনতা হল
রক্তক্ষয়ী যুদ্ধের নির্যাস ,
বাংলাদেশকে চিনতে হলে
জানতে হবে ইতিহাস ।