বাংলাদেশের ছেলে আমি
খাটি বাংলাদেশী ,
এ যে আমার জন্মভূমি
অনেক ভালবাসি ।


এ দেশেরই কাদা জলে
জীবনটাকে গড়ি ,
এ দেশেরই আলো হাওয়ায়
বাঁচার পথটি ধরি ।


নদী নালা খালে বিলে
ভরা আমার দেশ ,
পাহাড় টিলা ঝর্ণা ধারা
রূপের নেইকো শেষ ।


ফসলের মাঠ বন বনানী
কি অপরূপ সৃষ্টি ,
নীল আকাশে মেঘের ভেলা
কাড়ে সবার দৃষ্টি ।


বৈশাখেতে কালবৈশাখী
বর্ষাকালে বৃষ্টি ,
শরৎ কালে সাদা কাশবনে
থাকে মনে হৃষ্টি ।


হেমন্তে হয় নবান্ন ভাই
শীতে হিমেল হাওয়া ,
ঋতুরাজ ঐ বসন্ত যে
দেয় প্রেমের ছোঁয়া ।


প্রকৃতির দানে ভরা
আমার প্রিয় দেশ ,
ধন ও ধানে পুষ্পে ভরা
সোনার বাংলাদেশ ।