বাংলাদেশ ওগো মোর প্রিয় বাংলাদেশ ,
তোমার অঙ্গে রূপের মহাসমাবেশ ;
শস্যশ্যামল বুকটি ফুলে ফলে ভরা ,
তোমায় পেয়ে ধন্য যে পুরো বসুন্ধরা ।
নদ নদী খাল বিল বুক জুড়ে আছে ,
দেশটারে ভাল লাগে সকলের কাছে ;
সোনালী ফসলে ভরা মাঠ অপরূপ ,
ষড়ঋতুতে তোমার দেখি বহুরূপ ।


ঠিক দক্ষিনে তোমার বঙ্গোপসাগর ,
উত্তাল উদ্দাম তবূ রূপে সে অপার  ;
কত ঝড় কত বন্যা ভাঙ্গে কত ঘর ,
কারও সাথে তুলনা হয়না যে তার ।
মনিমানিক্য তোমার রয়েছে অশেষ
তুমি প্রিয় মাতৃভূমি আমার স্বদেশ ।