লক্ষ্মীছাড়া দুষ্টু ছেলে বাঁধনহারা রে
দৃপ্ত পায়ে তীব্র বেগে এগিয়ে চলরে
পার হবি সব বাঁধা রেখে মনবল ,
সামনে এগিয়ে চল , চল তোরা চল ।


বজ্রের মত উন্মাদ  ব্যঘ্র সম হিংস্র ,
এক নিমিসে করিস সব বাঁধা ধ্বংস ;
তোরা উদ্দাম উচ্ছল তটিনী চঞ্চল ,
বাংলার দামাল তোরা মুক্তি সেনা দল ।


তোরা রেখেছিস মান মায়ের ভাষার
মুক্তযুদ্ধে করেছিস প্রাণের সংহার ;
যুদ্ধে প্রাণ দিয়ে দিলি এনে স্বধীনতা ,
সে কথাটি ভুলবেনা দেশের জনতা ।


সাহসী তোরা সংগ্রামী, তোরা যে প্রত্যয়ী ;
তোদের ত্যাগেই দেশ প্রেমি হল জয়ী ।